Basic Concepts of Conversations (কথােপকথনের মৌলিক ধারণা)
এ পর্বে আমরা যা শিখব প্রত্যেক ভাষারই নিজস্ব কিছু রীতি আছে। ইংরেজি ভাষারও আছে তেমনি নিজস্ব কিছু রীতি বা স্টাইল। ইংরেজিতে কথা বলতে গেলে এ স্টাইলটা অবশ্যই অনুসরণ করতে হবে। নইলে ইংরেজি জানলেও ভালােভাবে ইংরেজিতে কথা বলা যাবে না। ইংরেজি ভাষার বিশেষ এ রীতিগুলাে এখানে আমরা আলােচনা করবাে।
কারাে সাথে প্রথমবারের মতাে পরিচয় হলে দু’জনকেই বলতে হয়— How do you do?
কোন বন্ধুর সাথে দেখা হলে বলতে হয়– Hello
বাক্যটি লক্ষ্য করুন-Hello, Kamrul.
কারাে সাথে কথা বলছেন, বিদায়ের সময় বলবেন— Goodbye.
কেউ কিছু বললে এবং আপনি ভালােভাবে শুনতে না পেলে বলবেন- Sorry?
সকাল থেকে দুপুর ১২টার মধ্যে কারাে সাথে সাক্ষাত হলে বলতে হয়—Good morning.
দুপুর ১২টার পর থেকে বিকাল ৬টার মধ্যে কারাে সাথে দেখা হলে বলতে হয় Good afternoon
বিকাল ৬টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত সময়ের মধ্যে কারাে সাথে দেখা হলে। বলতে হয়- Good evening
কাউকে কোন কিছু বানান করতে বললে বলবেন- Can you spell it?
কাউকে ধন্যবাদ দিতে চাইলে বলবেন— Thank you.
কাউকে কোন কিছু দেবার সময় বলবেন- Here you are.
যখন কোন কিছুর দাম জানতে চাইবেন তখন বলবেন- How much?
কিন্তু ঐ জিনিসটি যদি দূরে থাকে তবে বলবেন - How much is that?
কোনাে রুমের নম্বর জানতে চাইলে বলবেন- What number?
আরেকটি বিষয় লক্ষনীয় রুম, টেলিফোন এবং বাসের নম্বর বলার সময়ে শুন্যে, বদলে ব্রারা বলেন "O" (অক্ষরের মতাে একই রকমের উচ্চারণ করতে ঔ)। তবে বিজ্ঞাপনের ক্ষেত্রে তারা জিরাে (zero) বলেন। আর আমেরিকানরা সব জায়গাতেই zero বলেন ।
কারাে নাম জানতে হলে আপনি বলবেন- Your name? কিন্তু, অতি বিনয়ের সাথে কিংবা সম্মানিত কোন ব্যক্তির ক্ষেত্রে বলবেন Your name, please?
কাউকে একটু অপেক্ষা করতে বলতে চাইলে বলবেনJust a moment/minute, please. কিন্তু Wait a moment, please বলা ভদ্রতা নয়।
কারাে কাছে নিজের পরিচয় দেবার সময় বলবেন— I'm Saurav, কিন্তু My name is Saurav নয়।
কারাে চাকরি/কাজের কথা জিজ্ঞাসা করার সময় বলবেন——What do you do?
ইংরেজি কথােপকথনের ক্ষেত্রে ফোন করার সময়ে Hello বলে উত্তর দিতে হয়। এর পর বলতে হয় This is এবং তারপর নিজের নাম।যেমন— Hello, this is Imran,
কারাে কথা ভালােভাবে বুঝতে পারলে তখন বলতে হয়--I see. নিচের কথােপকথনটা লক্ষ্য করুন—
Rana : This is my reading room.
Shohan : Yes.
Rana : And this is the sitting room.
Shohan : I see, And that room is on the right?
এখানে I see কথাটির অর্থ হলাে আমি বুঝতে পারছি। । কারাে কথায় বা কাজে আগ্রহ দেখানাের জন্য আপনি বলবেন Really? যেমনঃ সাবু ইমরানকে একটা ছবি দেখিয়ে বলছে
Sabu : This is Rifat. He is my brother. He's a doctor.
Imran : Really?
কারাে মনােযােগ আকর্ষণ করতে চাইলে বলবেন— Excuse me.
দোকানে কোনাে কিছু কেনার জন্য পছন্দ করলে তখন বলবেন--- I'll take this one.
নিজের জাতীয়তার কথা দু’ভাবে বলা যায়। যেমন— I'm from Bangladesh. I'm Bangladeshi.
আবার কারাে জাতীয়তা জিজ্ঞাসা করলে বলতে হবে--Where are you from?
আগামীকাল দেখা হবে, এমন কারাে কাছ থেকে বিদায় নেবার সময় বলতে হয় See you tomorrow.
কোনাে খবর শুনে ঘাবড়ে গেলে বা বিচলিত হলে বলতে হয়--Oh dear! আপনি যখন কোনাে কিছু মিলিয়ে দেখতে চান তখন বলবেন—Let me see.
কাউকে বসার জন্য বিনয়ের সাথে অনুরােধ জানাতে বলবেন-- Do sit down./Please be seated
কেউ বিচলিত কেন জানতে চাইলে বলতে হবে—-What's the matter?
আবহাওয়া সম্বন্ধে জানতে চাইলে বলতে হবে—What's the weather like? কিন্তু —How is the weather বলা সঠিক নয়।
কোন বিষয় আপনি ভুলে গেছেন সেটা বােঝাতে বলবেন I'm afraid. I have no memory of that
কোন কিছু নিশ্চিত করে বলতে চাইলে বলতে হবে I don't think there can be any doubt about it.
কোন বিষয়ে নিরাশা ব্যক্ত করতে চাইলে বলতে হয় I rather doubt that.
কোন বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে চাইলে বলতে হয়— I'm very anxious about it.
কারাে কোন কাজ বা মতামতকে সমর্থন না করলে বলতে হয়— I don't approve of this.
কারাে কোন কাজে উৎসাহ দিতে চাইলে বলতে হয়— Well done/That's most encouraging.
অসন্তোষ বা ক্রোধ প্রকাশ করতে চাইলে বলতে হয়—How irritating/What a nonsense!
কারাে সাহায্য গ্রহণে অসম্মতি জানাতে চাইলে বলতে হয়—No, thank you অথবা No, it's all right.
কেউ সাহায্যের প্রস্তাব দিলে আপনি যদি সেটা গ্রহণ করতে চান, তাহলে বলতে হবে—That's very kind of you./Thank you very much.
হতাশা প্রকাশ করতে চাইলে বলতে হয়— What a pity!
বিরক্তি প্রকাশ করতে চাইলে বলতে হয়— It's very boring/unexciting.
কোন বিষয়ে স্বস্তি প্রকাশ করতে চাইলে বলতে হয়-- Thank goodness/Oh, that's a relief.
কারাে বিপদে সহানুভূতি জানাতে চাইলে বলতে হয়— Oh, that's extremely bad luck/How terrible for you.
কারাে কুশল জানতে চাইলে বলতে হয়— Are you well?/How are you keeping?
কেউ কুশল জিজ্ঞাসা করলে জবাবে বলতে হয়— I'm extremely well, thank you. Quite well, thank you.
গভীরভাবে দুঃখ প্রকাশ করতে চাইলে বলতে হয়— Extremely sorry.
1 Comments
Right
ReplyDelete