
Use of Need (Need-এর ব্যবহার)
Need-এর ব্যবহার প্রায়ই আমাদের ধাঁধাঁয় ফেলে। কোথায় মূল verb-এর আগে to হবে এবং কোথায় ing হবে আমরা প্রায়ই সেটা বুঝতে পারি না। এখানে আমরা সেটা আলােচনা করব।
subject (কর্তা) যদি জড় পদার্থ বা অপ্রাণীবাচক হয়, তাহলে বাক্যের গঠন
Sub + Need + Verb এর সাথে ing (জড় পদার্থ) |
---|
Example (উদাহরণ)
My watch needs repairing. (আমার ঘড়িটা মেরামত করা দরকার।)
Your shirt needs sewing. (তােমার জামা সেলাই করা দরকার।)
Their old books need selling. (তাদের পুরাতন বইগুলাে বিক্রি করা দরকার।)
My car needs changing. (আমার গাড়িটা পরিবর্তন করা দরকার।)।
The road needs repairing. (রাস্তাটা মেরামত করা দরকার।)।
Windows need painting. (জানালাগুলাে রং করা দরকার।)
My shirts need washing. (আমার জামাগুলাে ধােয়া দরকার।)।
Your beard need trimming (ছাটা।)। (তােমার দাড়ি ছাঁটা দরকার।)।
My knife needs sharpening. (আমার ছুরি ধারালাে করা দরকার ।)
The television needs repairing. (টেলিভিশনটি মেরামত করা দরকার।)
The essay needs rewriting. (রচনাটি পুনরায় লেখা দরকার ।)
The house needs painting. (বাড়িটা রং করা দরকার।)
The lamp needs extinguishing. (প্রদীপটি নেভানাে দরকার।)
The window needs glazing. (জানালায় কাঁচ লাগানাে দরকার।)
The problem needs solving. (সমস্যাটির সমাধান করা দরকার।)
The paper needs reading. (পেপারটা পড়া দরকার ।)।
Terrafirma (শুকনা জমি) needs watering. (শুকনা জমিতে পানি দেওয়া দরকার।
কিন্তু Subject যদি প্রাণীবাচক হয় তবে বাক্যের গঠনটি হবে
Subject + Need + Verb in infinitive |
---|
আমরা জানি, Verb-এর present form এর আগে to বসিয়ে infinitive করা হয়। এবার বাক্যগুলাে লক্ষ্য করুন।
Example (উদাহরণ)
Jaman and his brother need to paint the house. (জামান ও তার ভাইয়ের বাড়িটা রং করা দরকার।)
He needs to marry soon. (তার শীঘ্রই বিয়ে করা দরকার।)
My friend needs to learn Spanish. (আমার বন্ধুর স্প্যানিশ শেখা দরকার।)
I need to leave the place. (আমার স্থানটা ত্যাগ করা দরকার।)
He will need to drive alone to night. (আজ রাতে তাকে একাকী গাড়ি চালাতে হবে।)
My father needs to take medicine. (আমার বাবার ওষুধ নেবার দরকার।)
She needs to accept the proposal. (প্রস্তাবটা তার গ্রহণ করা দরকার।)
He needs to walk in the morning. (সকালবেলা তার হাটা দরকার।)
Mahmuda needs to write a letter. (মাহমুদার একটা চিঠি লেখা দরকার ।)
I Need ব্যবহার করে কাওসার ও নাপিতের মধ্যে কথােপকথন লক্ষ্য করুন:
Conversation between Kawser and barber (কাওসার এবং নাপিতের মধ্যে কথােপকথন)
Kawser : Hello, my hair need cutting. Can you do please? (আমার চুল কাটা দরকার। আপনি এটা পারবেন?)
Barber : Sure. But you are to wait.
(অবশ্যই । কিন্তু আপনাকে তাে দেরী করতে হবে।)।
Kawser: How long? (কত সময়?)
Barber: About half an hour. (প্রায় আধা ঘণ্টা।)
Kawser: What shall I do so long? (এত সময় আমি কি করব?)
Barber : You may read newspaper.
(আপনি পত্রিকা পড়তে পারেন।)।
Kawser: Oh! yes, I need to read newspaper.
(ও, হ্যাঁ, আমার পেপার পড়া দরকার।)
Barber: Ok, I shall call you in time.
(ঠিক আছে, আমি আপনাকে সময় মতাে জানাবাে।)
Kawser: Thank you. (ধন্যবাদ।)।
What is It Like (এটা কেমন)
কোন ব্যক্তি বা বস্তুর ধরন বা প্রকৃতি কেমন তা জানার জন্য এ ধরনের প্রশ্ন করা হয়। এই একটি মাত্র বাক্যের গঠন জেনে অনেক প্রশ্ন তৈরি করা যায়। কথােপকথনের জন্য সবচেয়ে বেশি প্রয়ােজন প্রশ্ন বোঝ এবং প্রশ্ন করা। এ ধরনের বাক্য what দ্বারা শুরু হয়, শেষ হয় Like দ্বারা। What-এর পর be verb এবং তারপর Subject বা কর্তা বসে। এবার বাক্যের গঠনটি লক্ষ্য করুন—
What + be Verb (am, is, are,was, were) + Sub + like? |
---|
Example (উদাহরণ)
what's your friend like? (তােমার বন্ধু কি ধরনের মানুষ?)।
What's your country like? (তােমার দেশ কেমন?)
What's the weather like? (আবহাওয়া কেমন?)
(বিঃ দ্রঃ What is-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে What's] এবার এ ধরনের কিছু প্রশ্ন এবং উত্তর লক্ষ্য করুন। এখানে কথােপকথনের ভাষা ব্যবহার করা হয়েছে।
Voice 1 : What's your teacher like? (তােমার শিক্ষক কি ধরনের?)
Voice 2: She is very patient. (তিনি খুব ধৈর্যশীল।)।
Voice 1: What are his parents like? (তার বাবা মা কি ধরনের?)।
Voice 2: They're very kind. (তারা খুব দয়ালু ।)
Voice 1 : What was your holiday like?
(তােমার ছুটির দিন কেমন কাটল?)।
Voice 2 : Wonderful, we swam a lot,
(খুব সুন্দর। আমরা অনেক সাঁতার কেটেছিলাম।)
Voice 1 : What were the beaches (সমুদ্র সৈকত) like? (সমুদ্র সৈকত কেমন ছিল?)।
Voice 2 : Ok, a little dirty. (ভালাে, তবে কিছুটা নােংরা।)।
Voice 1: What's your sister like? (তােমার বােন কি ধরনের?)
Voice 2 : She's pretty and intelligent. (সে সুন্দরী এবং বুদ্ধিমতি।)
Voice 1: What's Dhaka like? (ঢাকা কেমন শহর?)
Voice 2 : It's big, noisy and polluted. (এটা বড়, গােলযােগপূর্ণ ও দূষিত শহর।)
Voice 1 : What's your new car like? (তােমার নতুন গাড়ি কেমন ?)
Voice 2 : Well, it's faster than my old car.(ভালাে, এটা আমার পুরাণােটার চেয়ে দ্রুত চলে।)
Voice 1 : What was the hotel like? (হােটেলটা কেমন ছিল?)
Voice 2 : Awful, The room was tiny and the service was bad. (ভীষণ খারাপ, রুমগুলাে ছােট এবং সেবাও খারাপ।)
Voice 1 : What was your train journey like?(তােমার ট্রেন ভ্রমণ কেমন হয়েছিল?)
Voice 2 : It was terrible. The train was delayed six hours. (খুব খারাপ! ট্রেনটি ছয় ঘণ্টা দেরী করেছিল।)।
Voice 1: What's your country like? (তােমার দেশ কেমন?)
Voice 2 : Very beautiful. (খুব সুন্দর ।)
এবার এ ধরনের আরাে কিছু প্রশ্ন দেওয়া হল। এবার নিজে নিজে উত্তর করার চেষ্টা করুন :
What's the people of your country like? (তােমার দেশের লােকজন কেমন?)।
what's your town like? (তােমার শহর কেমন?)
What was the food like? (খাবারগুলাে কেমন ছিল?)।
what's his job like? (তার চাকরি কেমন?)
What's your wife like? (তােমার স্ত্রী কেমন?)
what's your mother like? (তােমার মা কেমন?) What are the restaurants like in your district? (তােমার জেলার রেস্তোরাগুলাে কেমন?) What's the summer in Dhaka? (ঢাকা শহরে গ্রীষ্মকাল কেমন?)।
What's the winter in America like? (আমেরিকায় শীতকাল কেমন?)
What's your watch like? (তােমার ঘড়িটা কেমন?)
What's your love like to her? (তার প্রতি তােমার ভালােবাসা কি ধরনের?)
What's your pen like that Missi gifted you? (মিসি তােমাকে যে কলমটা উপহার দিয়েছিল সেটা কি ধরনের?)
What is your sister like? (তােমার বােন কি ধরনের?)
What are the people like in your village? (তােমার গ্রামের লােকজন কি ধরনের?)
What were you like in your childhood? ( ছেলেবেলায় তুমি কেমন ছিলে?)
What are Nazrul's poems like? (নজরুলের কবিতাগুলাে কি ধরনের?)
What was the weather like yesterday? (গতকাল আবহাওয়া কেমন ছিল?)
What's the weather like today? (আজকের আবহাওয়াটা কেমন?)।
What's your brother's business like? (তােমার ভাইয়ের ব্যবসা কি ধরনের?)
What's politics like in your country? (তােমার দেশের রাজনীতি কি ধরনের?)।
what's Buddha Dev Guha's Madhukari like? (বুদ্ধদেব গুহর মাধুকরী কি ধরনের?)
What are the TV programmes like in Bangladesh? (বাংলাদেশের টিভি প্রােগ্রামগুলাে কি ধরনের?)।
What are roads like in your village? (তােমার গ্রামের রাস্তাগুলাে কেমন?)।
What's your cassette player like? (তােমার ক্যাসেট প্লেয়ারটা কি ধরনের?)
Whst's Daisy like? (ডেইজী কি ধরনের?)
what's Kamrul's love like? (কামরুলের ভালােবাসা কি ধরনের?)।
What's their house like? (তাদের বাড়িটা কি ধরনের?)
What are the universities like in your country? (তােমার দেশের বিশ্ববিদ্যালয়গুলাে কি ধরনের?)
What's the parliamentary system like in your country? (তােমার দেশের পার্লামেন্ট ব্যবস্থা কি ধরনের?)
নিচের কথােপকথন লক্ষ্য করুন, এখানে বাক্যের এই বিশেষ গঠন ব্যবহার করা হয়েছে।
Conversation (কথােপকথন)
তন্ময় নিউইয়র্ক গিয়েছিল ওর চাচার ওখানে বেড়াতে। ফিরে এসে কথা বলছে। এবার ওদের দুজনার কথােপকথন লক্ষ্য করুন।
Auk : Hello, Tonmoy. When have you returned? (হ্যালাে, তন্ময়, তুমি কবে ফিরেছ?)।
Tonmoy ; Last night. (গত রাতে।)
Auk : What's New York like? (নিউইয়র্ক কি ধরনের শহর?)।
Tonmoy : It's very cold in winter. (শীতে খুব ঠান্ডা)
Auk : What are the people like? (লােকজন কি ধরনের?)
Tonmoy : Well, they are interesting, but they can be a bit rude.
(ভাল, তারা বেশ মজার মানুষ, তবে একটু রুক্ষ প্রকৃতির।)।
Anik : What are the towns like? (শহরগুলাে কি ধরনের?)
Tonmoy : It's very wonderful. Here you can find food from every country of the world.
(খুব সুন্দর, এখানে পৃথিবীর সমস্ত দেশের খাবার পাওয়া যায়।)
Anik : What are the shops like? (দোকানগুলাে কেমন?)
Tonmoy : They're open all the time, and you can buy everything you need. (ওগুলাে সবসময় খােলা থাকে, তােমার প্রয়ােজন মত সবকিছু কিনতে পারাে।)
Anik : Oh, by the by, What's your uncle there? (ওহ, ভালাে কথা, তােমার চাচা সেখানে কি করেন?) Tonmoy : He works in a magazine. (তিনি একটা ম্যাগাজিনে কাজ করেন।)
Anik : What's his job like? (তার চাকরি কি ধরনের?)
Tonmoy : Reporting. (রিপােটিং)
Anik : Ok, Tonmoy, Good-bye. (ঠিক আছে তন্ময়, বিদায়।)
Tonmoy : Goodbye. (বিদায়)।
1 Comments
Thank you,,,
ReplyDelete