Use of Tenses in Conversations কথােপকথনে Tense-এর ব্যবহার

 

Use of Tenses in Conversations (কথােপকথনে Tense-এর ব্যবহার)

পৃথিবীতে সব কাজই কোন না কোন সময়ে সংগঠিত হয়। কোন কাজ কোন সময়ে ঘটে, ঘটেছিল বা ঘটবে সেটা প্রকাশ করতে হলে সে অনুযায়ী বাক্যের verb বা ক্রিয়ার রূপ পরিবর্তন করতে হয়। Verb-এর এই রূপগুলােকে Tense বলে। এ জন্য বাক্য তৈরিতে বা কথােপকথনে Tense-এর প্রয়ােজনীয়তা ব্যাপক। তবে ইংরেজিতে কথােপকথনের ক্ষেত্রে Tense-এর ১২টি ভাগ না জানলেও চলে।

Tense-এর মাত্র পাঁচটি ধরন ব্যবহার করে সফলভাবে ইংরেজিতে কথা বলা সম্ভব। সেগুলাে হলাে—

1. Present Indefinite / Simple Present 

2. Present Continuous 

3. Past Indefinite / Simple Past 

4. Future Indefinite / Simple Future 

5. Present Perfect. 

এখন আমরা এই পাঁচটি Tense-এর গঠন ও এর আওতাধীন বাক্যগুলাে সহজে চেনার উপায় সম্পর্কে আলােচনা করবাে।

Use of Present Indefinite Tense in Conversations  (কথােপকথনে Present Indefinite Tense-এর ব্যবহার)

Present Indefinite Tense-এর গঠন নিম্নরূপঃ

Subject + Verb + Extension (S + V + Ext)

বাংলা বাক্যে আসা যাওয়া, করা, ঘুমানাে, খাওয়া ইত্যাদি বুঝলে Present Indefinite Tense হয়। যেমন— Rumana sleeps. (রুমানা ঘুমায়।

তবে, অভ্যাস বা চিরসত্য বুঝালেও Present Indefinite Tense ব্যবহৃত হয়। যেমন, অভ্যাস বুঝাতে— He walks every morning (সে প্রতি সকালে হাঁটে) এই বাক্যে Subject হলো He এবং Verb হলো walks আর বাকি অংশ হলো  Extension

(এখানে Extension বলতে Subject ও Verb বাদে বাকী অংশকে বােঝান হয়েছে।)

আবার চিরসত্য বুঝাতে— The sun rises in the east (সূর্য পূর্ব দিকে ওঠে)

Present Indefinite Tense-এ কর্তা যদি  (আমি), you (তুমি) অথবা They (তারা) হয় তাহলে Verb -এর শেষে 's' বা 'es' যােগ হবে না; যেমন

I read. You read. They read. কিন্তু I (আমি), You (তুমি) বাদে আর যেটাই Subject হােক না কেন সেটা যদি Singular হয় বা একজনকে বােঝায় তাহলে Verb এর শেষে 's' বা 'es' যােগ হবে। যেমন—

He reads.

Shila reads.

কথােপকথনের জন্য সবচেয়ে প্রয়ােজনীয় ব্যাপার হচ্ছে প্রশ্ন করা। কারাে সাথে আপনার পরিচয়ের পরে কিংবা পরিচিত কারাে সাথে কথা বলতে গেলে অবশ্যই আপনাকে প্রশ্ন করতে হবে। অনেক বড় একটা প্রশ্নের উত্তর একটা বা দুটো শব্দে দেওয়া সম্ভব। সে জন্য কথা বলার ক্ষেত্রে সঠিকভাবে প্রশ্ন করা কিংবা প্রশ্ন বােঝার গুরুত্ব অপরিসীম। আমরা এখন আলােচনা করবাে- বর্তমান কালের কোন কিছু জানতে কিভাবে প্রশ্ন করতে হয়।

বর্তমান কালের কোন বিষয়ে প্রশ্ন করতে হলে be verb অথবা do verb ব্যবহার করতে হয়। am, is, are,was, were গুলােকে বলা হয় Be verb / Auxiliary Verb . do, does, did এগুলােকে বলা হয় Do verb. Present Indefinite Tense-এর বাক্যে be verb-এর am, is, are-এ রূপগুলাে ব্যবহৃত হয়। এখন আমরা দেখবাে প্রশ্ন করতে গেলে কোথায় Be verb এবং কোথায় Do verb ব্যবহার করতে হয়। এক্ষেত্রে গঠনটি হলােঃ

Be Verb + Subject + Extension

যদি Verb টি be-এর simple fom অর্থাৎ am, is, are হয় তবে প্রশ্ন করতে হলে সেটি Subject-এর আগে বসাতে হয়।

 যেমন— - I am ill. (আমি অসুস্থ।) Am I ill? (আমি কি অসুস্থ?) 

They are at school. (তারা স্কুলে ) Are they at school? (তারা কি স্কুলে?)

He is a good student. (সে একটা ভালাে ছাত্র ।) Is he a good student? (সে কি একজন ভালাে ছাত্র?)

বি:দ্রঃ  was, were এগুলো  be verb এর past form. Past Indefinite Tense আলােচনা করার সময় আমরা এগুলাে বিস্তারিত আলােচনা করব।

Subject অনুযায়ী Am, Is, Are -এর ব্যবহারঃ

I এর সাথে am বসে সংক্ষেপে I'm
We are We're
You are You're
He is He's
She is She's
They are They're
It is It's

এবার এ জাতীয় বেশ কিছু বাক্য লক্ষ্য করুন এবং বেশি বেশি চর্চা করুন। কথা বলার ক্ষেত্রে এ জাতীয় বাক্যগুলাে আমরা প্রায়ই ব্যবহার করে থাকি।
Be Verb + Sub + Ext. + ?

Is Are

Is he honest? (সে কি সৎ?)

Is she beautiful?(সে কি সুন্দরী?)

Is it nice? (এটা কি সুন্দর?)

Is his mother old? (তার মা কি বৃদ্ধা?)

Is your sister tall? (তােমার বােন কি লম্বা?)

Is her uncle a doctor? (তার চাচা কি একজন ডাক্তার?)

Is your book new? (তােমার বই কি নতুন?)

Is Ninja's mother angry? (নিনজার আম্মা কি রাগান্বিত?)

Is Rana's mother ill? (রানার মা কি অসুস্থ?)

Is our country rich? (আমাদের দেশ কি ধনী?)

Are you blame for this? (তুমি কি এজন্য দায়ী?)

Are they tired? (তারা কি ক্লান্ত?)

Are your parents at home? (তােমার মা-বাবা কি বাড়িতে?)

Are the rooms small? (রুমগুলাে কি ছােট?)

Are your brothers unemployed? (তােমার ভাইয়েরা কি বেকার?)

Are his neighbours good? (তার প্রতিবেশীরা কি ভালাে?)

Are Rana and Hena in the school? (রানা ও হেনা কি স্কুলে?)

Are you sure? (তুমি কি নিশ্চিত?)

Are her books new? (তার বইগুলাে কি নতুন?)


 [বিঃ দ্রঃ লক্ষ্য রাখতে হবে Subject plural  হলে verbও plural হয় you এর পর present tense এ সর্বদা are হয়।]
এবার Negative ও Interrogative বাক্যের একত্র ব্যবহার লক্ষ্য করুন। তবে কথা বলার ক্ষেত্রে এগুলাের প্রয়ােগ হয় না বললেই চলে।

Isn't she tired? (সে কি ক্লান্ত নয়?) 

Aren't they naughty? (তারা কি দুষ্ট নয়?) 

Am not I honest? (আমি কি সৎ নই?) 

Isn't it hot? (এটা কি গরম নয়?) 

Isn't he a good student? (সে কি একজন ভালাে ছাত্র নয়?)

 Wh/How সহযােগে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা লক্ষ্য করুন। এক্ষেত্রে নিয়মটি হল—

Wh/How + Be Verb + Extension
এখানে Extension বলতে বুঝাচ্ছে verb-এর পর যা কিছু তার সবটুকু। আলােচনায় যাবার পূর্বে Wh/How Question সম্পর্কে আমরা একটু জেনে নিই। যে সকল প্রশ্নের শুরুতে wh/How word থাকে তাদেরকে wh question বলা হয়।
Wh How
Where—কোথায়।
When—কখন
Which-—কোনটি
Why—কেন
What-কি
Who - কে
Whom— কাকে
Whose— কার / কাহার
What + noun- কোনটি
How (কিভাবে)
How + many (সংখ্যা বুঝাতে)
How + much (পরিমাণ বুঝাতে)
How + long (সময় বুঝাতে)
How + far (দূর বুঝাতে)
How + often (কিছু সময় পর পর বুঝাতে)
How + big (বড় বুঝাতে)
How + Small (ছােট বুঝাতে)
নিচের বাক্যগুলাে লক্ষ্য করুন এবং বেশি বেশি চর্চা করুন :

What is he? (তার পেশা কি/ তিনি কি করেন?) 

What age is she? (তার বয়স কত?) 

What is your father? (তােমার বাবা কি করেন?) 

What is your brother's name? (তােমার ভাইয়ের নাম কি?)

What is the main problem of Bangladesh? (বাংলাদেশের প্রধান সমস্যা কি?) 

What is your aim? (তােমার লক্ষ্য কি?) 

What is her favourite subject? (তার প্রিয় বিষয় কি?) 

What is it? (এটা কি?)।

What is good for him? (তার জন্য কি করা ভাল?) 

What is the cause of your failure? (তােমার ব্যর্থতার কারণ কি?) 

What is the term of the condition? (শর্তের ধারা কি?) 

What is your hobby? (তােমার শখ কি?) 

What is your favourite book? (তােমার প্রিয় বই কোনটি?) 

What is the price of one litre of milk? (এক লিটার দুধের দাম কত?)

What is his duty? (তার দায়িত্ব কি?)

What day is today? (আজ কি বার?)

What is Labu's problem? (লাবুর সমস্যা কি?)

What is the area/population of Bangladesh? (বাংলাদেশের আয়তন/জনসংখ্যা কত?)
Where (কোথায়)

Where is all this leading? (আপনার শেষ কথা কি?) 

Where is Razu? (রাজু কোথায়?)

Where is my shirt? (আমার শার্ট কোথায়?) 

Where are you from? (তুমি কোথা থেকে এসেছ?) 

Where is your shop? (তােমার দোকান কোথায়?) 

Where are you going? (তুমি কোথায় যাচ্ছ?)

Why (কেন)

Why are you late? (আপনার দেরী হল কেন?) 

why is he proud? (সে গর্বিত কেন?)

Why are you so silent? (তুমি এত চুপ কেন?) 

Why is Nahid crying? (নাহিদ কাদছে কেন?)

Why is your mother so religious? (তােমার মা এত ধার্মিক কেন?)

Why are you so tired? (তুমি এত ক্লান্ত কেন?) 

Why is he late? (তার দেরী হল কেন?)

When (কখন)

When are you leaving this place? (তুমি কখন এ স্থান ত্যাগ করছ ?)

When is Shabu leaving for Japan? (সাবু কখন জাপান রওয়ানা দিচ্ছে?) 

When are you coming to me? (তুমি আমার কাছে কখন আসছ?) 

When are you going to cinema? (তুমি কখন সিনেমা দেখতে যাচ্ছ?)

Whose (কার)

Whose book is that? (ঐ বইটি কার?)

Whose shirt is this? (এই শার্টটি কার?) 

Whose name is Imran? (ইমরান কার নাম?)

Whose poetry is the best? (কার কবিতা সবচেয়ে ভালাে?) 

Whose brother is he? (সে কার ভাই?)

Who/whom (কে/কাকে))

Who are they? (তারা কারা?) 

Who is in the bathroom? (গােসল খানায় কে?) 

Who is with you? (তােমার সাথে কে?) 

Who is the woman in the black hat? (কালাে টুপি পরা মহিলাটি কে?) 

who/whom are you phoning? (তুমি কাকে ফোন করছ?)

[বিঃ দ্রঃ কাকে অর্থে whom এর ব্যবহার Modern English এ নেই অর্থাৎ Who-এর object রূপে Whom-এর ব্যবহার নেই বললেই চলে।]
How (কিভাবে/কেমন))

How is it used? (এটা কিভাবে ব্যবহৃত হয়?)

How is your mother? (তােমার মা কেমন আছেন?) 

How are the children? (ছেলে-মেয়েরা কেমন আছে?)

How is your job? (তােমার চাকরি কেমন চলছে?) 

How are you? (তুমি কেমন আছ?)

How + adjective

How old is your shirt? (তােমার শার্টটা কত দিনের?) 

How old is Mahmuda? (মাহমুদার বয়স কত?) 

How tall is your wife? (তােমার স্ত্রী কত লম্বা?) 

How big is your garden? (তােমার বাগানটা কত বড়?) 

How small is your garden? (তােমার বাগানটা কত ছােট?)

How + many (সংখ্যায় কত)
How many people are there in your village? (আপনার/তােমার গ্রামে লােকসংখ্যা কত?)

How many problems are there in this exercise? (এই অনুশীলনীতে কতগুলাে সমস্যা আছে?) 

How many books are there in your shelf? (তােমার তাকে কতগুলাে বই আছে?)

How many pencils are red? (লাল পেন্সিলের সংখ্যা কত?) 

How many political parties are there ? ( কতগুলাে রাজনৈতিক দল আছে?)

[বিঃ দ্রঃ Countable বা গণনাবাচক Noun-এর ক্ষেত্রে many এবং Uncountable noun-এর ক্ষেত্রে much ব্যবহৃত হয় ।]

How + much (পরিমাণে কত)

How much fuel is there in your car? (তােমার গাড়িতে কতটুকু জ্বালানী আছে?) 

How much gold is there in your ring? (তােমার আংটিতে কতটুকু স্বর্ণ আছে?) 

How much success is your brother? (তােমার ভাই কতটুকু সফল?) 

How much angry is your mother? (তােমার/আপনার মা কতটা রাগান্বিত?) 

How much rice is there in the bag? (ব্যাগে কতটুকু চাল আছে?) 

How much land is in your house for sale? (তােমার বাড়িতে বিক্রির জন্য কতটুকু জমি আছে?)

How much water is there in the glass? (গ্লাসে কতটুকু পানি আছে?) 

How much tired are you? (তুমি কতটুকু ক্লান্ত?) 

How much is that pen/pencil/book? (ঐ কলম/ পেন্সিল/বইটির দাম কত?) 

How much taste is it? (এটা কতটুকু স্বাদের?)

How much beautiful is she? (সে কতটা সুন্দরী?) 

How much happy are you with your wife? (স্ত্রীকে নিয়ে তুমি কতটা সুখী?)

[বিঃ দ্রঃ Uncountable noun যত বেশিই হােক না কেন Verb সবসময় singular (is, was) হবে। কিন্তু কর্তা যদি "you" হয় তবে are হবে।]

How + far (কত দূর)

How far is your house from here? (এখান থেকে তােমার বাড়ি কত দূর?) 

How far is Dhaka from your district? (তােমার জেলা থেকে ঢাকা কত দূর?) 

How far are you going? (তুমি কত দূরে যাচ্ছ?) 

How far is your home from Dhaka? (ঢাকা থেকে তােমার বাড়ি কত দূরে?)

এবার আমরা আলােচনা করবাে 'Do verb' সহযােগে কিভাবে প্রশ্ন করা হয়। এক্ষেত্রে নিয়মটি হচ্ছে- বাক্যে যদি be verb (am, is, are) ছাড়া অন্য কোন verb হয় তাহলে Subject-এর আগে do বা does বসিয়ে প্রশ্ন তৈরি করতে হয়।
নিচের বাক্যগুলাে লক্ষ্য করুন—

I go to library. (আমি লাইব্রেরীতে যাই ।) 

Q.  Do I go to library? (আমি কি লাইব্রেরীতে যাই?)

Rumana reads attentively. (রুমানা মনােযােগ সহকারে পড়ে।)

Q.  Does Rumana read attentively? (রুমানা কি মনােযােগ সহকারে পড়ে?)

They walk slowly. (তারা ধীরে হাঁটে।) 

Do they walk slowly? (তারা কি ধীরে হাঁটে?)।

এবার আমরা আরাে কিছু বাক্য লক্ষ্য করি এবং এগুলাে বার বার চর্চা করি। তাহলে সহজেই দুর্বলতা কাটিয়ে ওঠা যাবে। যে সকল বাক্যে wh/How থাকে না এবং do সহযােগে প্রশ্ন করতে হয় তার গঠনটি হল—
Do + Sub + Verb + Extension

Do you like Sweets? (তুমি কি মিষ্টি পছন্দ কর?) 

Do you help your friends? (তুমি কি বন্ধুদের সাহায্য কর?) 

Do you like music? (তুমি কি সংগীত পছন্দ কর?) 

Do you speak English well? (তুমি কি ভাল ইংরেজি বল?)

Do you know him? (তুমি কি তাকে চেন?)

Do you want to go now? (তুমি কি এখন যেতে চাও?) 

Do you go to the library? (তুমি কি লাইব্রেরীতে যাও?) 

Do you understand the matter? (তুমি কি ব্যাপারটা বােঝ?) 

Do you want this book? (তুমি কি এই বইটি চাও?) 

Do they go to school regularly? (তারা কি নিয়মিত স্কুলে যায়?) 

Do your sister read attentively? (তােমার বােন কি মনযােগ সহকারে পড়ে?) 

Do their children cry much? (তাদের ছেলেমেয়েরা কি বেশি কাঁদে?)

Do Obaidul and Mitu pass their time gossiping? (ওবায়দুল এবং মিতু কি গল্প করে সময় কাটায়?) 

Do his sister's children know you? (তার বােনের ছেলেমেয়েরা কি তােমাকে চেনে?)

এবার Wh/How বাদে Does সহযােগে কিভাবে প্রশ্ন করতে হয় লক্ষ। করুন—

কর্তা  যাদ ( I )আমি . তুমি (you) আমরা ( We  )  বাদে অন্য কেউ বা কিছু এবং একবচন হয় তবে প্রশ্ন করতে গেলে প্রথমে Does বসাতে হবে। এক্ষত্রে গঠনটি হচ্ছে

Does + Sub + Verb + Extension

Does he blame you for this? (সে কি এজন্য তােমাকে দায়ী করে?) 

Does she prefer coffee to tea? (সে কি কফি বেশি পছন্দ করে?)

Does Rahat abide with you? (রাহাত কি তােমার সাথে থাকে/ বাস করে?)

Does your father spend lot for you? (তােমার বাবা কি তােমার জন্য অনেক টাকা ব্যয় করেন?) 

Does your younger sister obey you? (তােমার ছােট বােন কি তােমাকে মান্য করে?) 

Does she hate me? (সে কি আমাকে ঘৃণা করে?) 

Does your younger brother bother you? (তােমার ছােট ভাই কি তােমাকে বিরক্ত করে?)

Does she believe you? (সে কি তােমাকে বিশ্বাস করে?)

Does his friend mislead him? (তার বন্ধু কি তাকে ভুল পথে পরিচালিত করে?)


See more




Post a Comment

1 Comments