How to make interrogative Sentences using WH words?


How to make interrogative Sentences using WH words? (কিভাবে WH words ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য গঠন করা যায়?)

Negative (না) ও Interrogative (প্রশ্ন) বাক্যের একত্র ব্যবহার লক্ষ্য করুন।
Don't you believe in Allah? (তুমি কি আল্লাহকে বিশ্বাস কর না?)
Don't you like her? (তুমি কি তাকে পছন্দ কর না?)
Doesn't she love you? (সে কি তােমাকে ভালােবাসে না?)
Doesn't he tell a lie?(সে কি মিথ্যা বলে না?)
Don't they go to college? (তারা কি কলেজে যায় না?)
Doesn't the teacher teach well? (শিক্ষক কি ভালােভাবে পড়ান না?)
Don't rice grow well in Bangladesh? (বাংলাদেশে কি ধান ভালাে জন্মে না?)
Doesn't father love us? (বাবা কি আমাদের ভালােবাসেন না?)
Don't parents love us? (পিতা-মাতা কি আমাদের ভালােবাসেন না?)
Doesn't she believe you? (সে কি তােমাকে বিশ্বাস করে না?)

এবার আমরা দেখবাে Present Indefinite Tense-এ Wh/How সহযােগে কিভাবে প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে Do verb এর আগে Wh/How বসবে, এরপর Subject এবং তারপর বাকি অংশ । Sub ও verb বাদে বাকি অংশকে আমরা Extension নামে অভিহিত করেছি। এক্ষেত্রে বাক্যের গঠনটি হলাে—

Wh/How + do/does/don't/doesn't + Sub + Verb + Extension

where (কোথায়)

Where do you live? (তুমি কোথায় থাক/বাস কর?)
where does Raihan come from? (রায়হান কোথা থাকে আসে?)
Where do you work? (তুমি কোথায় কাজ কর?)
Where does he go? (সে কোথায় যায়?)
Where does your father go? (তােমার বাবা কোথায় যায়?)
Where does the sound come? (কোথা থেকে শব্দ আসে?)
[বিঃ দ্রঃ Sound হল uncountable noun এর পরে verb এর singular form হয়।
Where does the Buriganga flow? (বুড়িগঙ্গা কোথায় প্রবাহিত হয়?)
Where do we get hilsa fish from? (আমরা ইলিশ মাছ কোথা থেকে পাই?)
Where does your village stand? (তােমার গ্রাম কোথায় অবস্থিত?)
Where do you go twice in a week? (তুমি সপ্তাহে দুদিন কোথায় যাও?)
Where do you study? (তুমি কোথায় পড়াশুনা কর?)

When (কখন)

When do you get up? (তুমি কখন ঘুম থেকে উঠ?)
When does he come here? (সে এখানে কখন আসে?)
When does Mitu phone you? (মিতু কখন তােমাকে ফোন করে?)
When do you meet her? (তুমি কখন তার সাথে দেখা কর?)
When does your sister sing? (তােমার বােন কখন গান করে?)
When do you watch TV?(তােমরা কখন টিভি দেখ?)
When do they go to market?(তারা কখন বাজারে যায়?)
When does your father return home? (তােমার বাবা কখন বাসায় ফেরে?)

What time (কয়টার সময়)

What time do you return from office? (তুমি/আপনি অফিস থেকে কয়টায় ফের / ফিরেন?)
What time does Obaidul phone you? (ওবায়দুল তােমাকে কয়টার সময় ফোন করে?)
What time does he come to you? (সে কয়টার সময় তােমার কাছে আসে?)
What time do you go to the teacher? (তুমি কয়টার সময় শিক্ষকের কাছে যাও?)
What time does your exam begin? (কয়টার সময় তােমার পরীক্ষা শুরু হয়?)
What time does the TV broadcast the news? (টিভিতে কয়টার সময় সংবাদ প্রচার করা হয়?)
What time does the doctor come? (ডাক্তার কয়টার সময় আসেন?)
কিন্তু What time is it অর্থ-এখন কটা বাজে?

Why (কেন)

Why don't you read attentively? (কেন তুমি মনােযােগ দিয়ে পড়াশুনা কর না?)
Why do you torture (যন্ত্রণা দেওয়া) her? (তুমি কেন তাকে যন্ত্রণা দাও?)
Why do you want to be a police officer? (কেন তুমি/আপনি পুলিশ অফিসার হতে চাও/চান?)
Why don't you come? (তুমি আস না কেন?)
Why does he pilfer (চুরি করা) (সে চুরি করে কেন?)
Why do you mistake again and again? (কেন তুমি বার বার ভুল কর?)
Why do you think about me? (তুমি কেন আমাকে নিয়ে চিন্তা কর?)
Why do you misunderstand me? (তুমি আমাকে ভুল বােঝ-কেন?)
Why does he goggle. at (চোখ পাকানাে) me? (সে আমার দিকে চোখ পাকায় কেন?)
Why do you love me so much? (তুমি কেন আমাকে এত ভালােবাস?)
Why don't you respect him? (তুমি কেন তাকে সম্মান কর না?)
Why doesn't he come? (সে আসে না কেন?)

What (কি?)

What do you want to say? (তুমি কি বলতে চাও?)
What does he do? (সে কি করে?)
What do you mean? (তুমি কি বােঝাতে চাও?)
What do you want? (তুমি কি চাও?)
What does he think about himself? (সে নিজেকে কি মনে করে?)
What do you like most? (তুমি কি বেশি পছন্দ কর?)
What does it matter if you fail? (যদি তুমি ব্যর্থ হও তাহলে কি হবে?)
what does the man have?(লােকটির কি আছে?)
What does Mitu look for? (মিতু কি খোজ করে?)
What do you want to buy?(তুমি কি কিনতে চাও?)
What does she look like? (সে দেখতে কেমন?)

Which (কোনটি)

Which book do you want? (তুমি কোন্ বইটি চাও?)
Which party do you support? (আপনি কোন্ দল সমর্থন করেন?)
Which country do you sent people? (আপনি কোন দেশে লােক পাঠান?)
Which colour does Lily like? (লিলি কোন রং পছন্দ করে?)

Who/Whom (কে / কাকে)

Who (Whom) do you want? (তুমি কাকে চাও?)
Who (Whom) do you like? (তুমি কাকে পছন্দ কর?)
Who (Whom) do you want to invite? (তুমি কাকে আমন্ত্রণ জানাতে চাও?)
Who (Whom) do you want to talk to? (তুমি কার সাথে কথা বলতে চাও?)
Who (Whom) does she like? (সে কাকে পছন্দ করে?)
Which এবং Whose দিয়ে প্রশ্ন করতে গেলে এক্ষেত্রে Which এবং whose এর পরে noun phrase এবং তদনুযায়ী do বা does বসবে। বাক্যের গঠনটি হবে নিম্নরূপঃ

Which / Whose + Noun + Do/Does +Subject+ V1+ Extension?

Which music do you like most? (তুমি/আপনি কোন সঙ্গীত বেশি পছন্দ কর/করেন?)
Which book do you want? (তুমি/আপনি কোন্ বইটি চাও?)
Which party does he support? (সে কোন্ দল সমর্থন কর?)
Which subject does Mr. Shahin teach you? (মিঃ শাহীন তােমাদের কোন্ বিষয় পড়ান?)
Which writer do you admire most? (কোন লেখককে আপনি বেশি পছন্দ/শ্রদ্ধা করেন?)
Which class do you read in? (তুমি কোন ক্লাশে পড়?)
Which school does Ninja go? (নিনজা কোন্ স্কুলে যায়?)
Whose book do you borrow? (তুমি কার বই ধার কর?)
Whose poem does Lily like? (লিলি কার কবিতা পছন্দ করে?
whose song do you prefer? (তুমি কার গান বেশি পছন্দ করত?
Whose bike do you ride? (তুমি কার সাইকেল চালাও?)
Whose composition does Sumana like most? (সুমনা কার রচনা বেশি পছন্দ করে?)
Whose love do you want? (তুমি কার ভালােবাসা চাও?)

What kind of/sort of type of (কি ধরনের)

What sort of people are they? (তারা কোন্ ধরনের লােক?)
What sort of food does she like? (সে কোন্ ধরনের খাবার পছন্দ করে?)
What sort of paint are you using? (তুমি কোন্ ধরনের রং ব্যবহার করছ?)
Which type of coffee do you prefer? (তুমি কোন্ জাতীয় কফি বেশি পছন্দ কর?)
Which type of game do you like? (তুমি কোন ধরনের খেলা পছন্দ কর)
What kind of /type of building do you like? (তুমি কোন জাতীয় দালান পছন্দ কর?)
What type of shirt does Palash like? (পলাশ কি ধরনের শার্ট পছন্দ করে?)

How (কিভাবে/কেমন)

How do you spell your name? (তুমি নামের বানান কিভাবে কর?)
How do you go to the computer center? (তুমি কিভাবে কম্পিউটার সেন্টারে যাও?)
How does the coffee taste? (কফির স্বাদটা কেমন?)
How do you go to your village?(তুমি কিভাবে গ্রামে যাও?)
How does she like meat?(সে কেমন মাংস পছন্দ করে?)
How do you know Antara?(তুমি অন্তরাকে কিভাবে চেন?)
How does Barkat know Hajera?(বরকত হাজেরাকে কিভাবে চেনে?)
How does the rose smell?(গােলাপের ঘ্রাণ কেমন?)

How many (সংখ্যায় কত)

How many books do you have? (আপনার কতগুলাে বই আছে?)
How many pens do you want? (তুমি কয়টি কলম চাও?)
How many children do you have? (তােমার ছেলেমেয়ের সংখ্যা কত?)
How many shirts does he want? (সে কতগুলাে জামা চায়?)
[ Countable noun (যা গণনা করা যায়)-এর ক্ষেত্রে many ব্যবহৃত হয়। ] উপরের বাক্যগুলাে বার বার চর্চা করুন এবং এভাবে আরাে অনেক প্রশ্ন নিজে নিজে তৈরি করুন। তাহলে ফিরে পাবেন আত্মবিশ্বাস, কাটবে জড়তা।

How often (কত সময়/দিন/বছর পর পর)

How often does he come here? (সে কতদিন পর পর এখানে আসে?)
How often does Trina write to you? (তৃণা কতদিন পর পর তােমাকে লেখে?)
How often does Trisa phone you? (তৃষা কতদিন পর পর তােমাকে ফোন করে?)
How often do you go home? (কতদিন পর পর তুমি বাড়ি যাও?) How often do you visit your mother? (কতদিন পর পর তুমি মাকে দেখতে যাও?)

How long (কতক্ষণ/কত সময়)

How long does it take to go to your house? (তােমার বাড়ি যেতে কত সময় লাগে?)
How long does Ninja stay at the computer center? (নিনজা কম্পিউটার সেন্টারে কত সময় থাকে?)
How long does it look fresh? (এটা কত সময় সতেজ দেখায়?)
How long does your father stay at home? (তােমার বাবা কত সময় বাড়ি থাকেন?)
How long do they grow? (ওগুলাে জন্মাতে কত সময় লাগে?)
How long do you stay at school? (তুমি কত সময় স্কুলে থাক?)

How far (কতদূর)

How far do you stay from here? (তুমি এখান থেকে কত দূরে থাক)
How far does your brother live? (তােমার ভাই কতদূরে থাকে?)
How far do you go for work? (তুমি কাজের জন্য কত দূর যাও?)

How much (কি পরিমাণ/কতটুকু)

যে সকল জিনিস গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় সে সকল ক্ষেত্রে, much ব্যবহৃত হয়।
How much does he earn a month? (সে মাসে কত আয় করে?)
How much does it cost? (এটার দাম কত?)
How much do you study? (তুমি কি পরিমাণ পড়ালেখা কর?)
How much money do you need? (তােমার কত টাকা দরকার?)
How much do you know me? (তুমি আমাকে কতটুকু চেন?)
How much vitamin does this food contain? (এ খাদ্যে কি পরিমাণ ভিটামিন আছে?)
How much does he travel? (সে কি পরিমাণ ভ্রমণ করে?)
How much does she want? (সে কতটুকু চায়?)
How much doubt do you have about it? (এ বিষয়ে তােমার কতটুকু সন্দেহ আছে?)
How much water does that pot contain? (ঐ পাত্রে কি পরিমাণ পানি ধরে?)
How much help does he need? (তার কতটুকু সাহায্য দরকার?)
How much do you believe me? (তুমি আমাকে কতটুকু বিশ্বাস কর?)
How much do you love me? (তুমি আমাকে কতটুকু ভালােবাস?)
How much do you hate her?(তুমি তাকে কি পরিমাণ ঘৃণা কর?)
How much is his weight?(তার ওজন কত?)
How much work do you have?(তােমার কি পরিমাণ কাজ আছে?)
How much knowledge do you have about this? (এ বিষয়ে তােমার কতটুকু জ্ঞান আছে?)
How much do you know about this?(এ বিষয়ে তুমি কতটুকু জান?) SEE MORE

Post a Comment

1 Comments